দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালেমহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যে স্বপ্নগুলোকে বুকে ধারন করে ৭১’র মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হলেও পূরন করতে হবে। এক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে কাজ করতে হবে।
১৬ ডিসেম্বর’২৪ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিঃ হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ডাইরেক্টর প্রফেসর আ.স.ম ইব্রাহীম। হাসপাতালের সিনিয়র অফিসার (এডমিন) ও হাসপাতাল ইনচার্জ মাজহারুল হকের সভাপতিত্বে ও মার্কেটিং ইনচার্জ মুঃ হাদিউজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুজ্জামান হক, হিসাব বিভাগের ইনচার্জ মোঃ আবুল কাশেম, মেডিকেল অফিসার ইনচার্জ ডাঃ মোঃ নুর জামান সরকার, ওরাল এন্ড ডেন্টাল বিভাগের সার্জন ডাঃ তানজিলা আক্তার তিমু প্রমুখ। দিবসটি উপলক্ষে হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ফ্রি ব্লাড গ্রুপিং, চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়। পরে সকল শহিদদের স্মরণে বিশেষ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।

 

Exit mobile version