স্টাফ রিপোটার ঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা আইনজীবী সমিতি চত্তরে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতির চত্তরে প্রতিবন্ধী অসহায় শীতার্ত মানুষের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। দিনাজপুর জেলা মানবধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি এড.আবু রুশদ হাবিবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এড. একেএম রেজাউল কবির চৌধুরী দপ্তর সম্পাদক এড. মিজানুর রহমান শাহ. সহ সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার সহ সাধারণ সম্পাদক এড. মেহবুব হোসেন চৌধুরী লিটন. নির্বাহী সদস্য ইকবাল হোসেন সাংবাদিক আজহার আলী রেজা. জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আনম হাবিবুল্লাহ, মানবাধিকারকর্মী ফয়সাল রাহিদ. নুর হাসান ও আবিদ আলী ।এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, মানব প্রেম হচ্ছে সৃষ্টিকর্তার ইবাদতের একটি অংশ। মানবাধিকার সংগঠন হিসেবে মানুষের জন্য কাজ করা অত্যন্ত জরুরি। শীতকালে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের দিনাজপুর জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আগামিতে থাকবে ইনশাআল্লাহ।