দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিজেকে সুস্থ্য রাখতে হলে খেলাধুলার বিকল্প নাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বেশি বেশি করে চর্চা করতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোর-কিশোরীদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান।
বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান ইস,ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রফেসর মোঃ আবেদুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক নুর এ আলম সিদ্দিকী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ ছায়েদ আলী, সহযোগি অধ্যাপক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, সহযোগি অধ্যাপক মোঃ আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম ও মোছাঃ জেসমিন আকতার।
দিনাজপুর সরকারি কলেজের আয়োজনে বিভিণœ ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।