দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনেপটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ আওয়ামীলীগের প্লাটিনাম জুবিলী ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা হয়। এসময় উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহসভাপতি মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মর্তুজা, মজিবুর রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকেল ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্র, দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত এবং বৃক্ষরোপণ করার কথা রয়েছে।
Post Views: 126
Like this:
Like Loading...
Related