গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু প্রধান অতিথি থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে উপহার তুলে দেন।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ প্রমুখ। শীতবস্ত্র পেয়ে সমাজসেবক মাহামুদুল হাসান সিদ্দীকী ও এই সংগঠনের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী এই মানুষ গুলো।