দোহার উপজেলা সাবেক দুই ওসি সহ৩৪ জনকে অভিযুক্ত করে মামলা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার:
২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণে কাজ চালানোর সময় তৎকালীন
সরকারের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ পুলিশ সাবেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা
হয়েছে। সূত্র https://news39.net/ ও https://www.doharbarta24.com/
মামলাটি হয় ঢাকা জেলার দায়রা জজ আদালতে মামলা নম্বর ৬০৪, মামলাটি করেন দোহার উপজেলার
বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান। জাতীয় পর্যায়ের ও স্থানীয় নেতা সহ সাবেক
কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৩৪ জনকে অভিযুক্ত করা হয়। এদের মধ্য রয়েছে দোহার-নবাবগঞ্জের
সাবেক ১১ জন পুলিশ সদস্য রয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর গণসংযোগের
সময় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ)নির্বাচনী প্রচারণা চালানোর সময় দোহার থানার পুলিশ ও
স্থানে স্থানীয় আওয়ামী লীগের নেতারা দেশি বিদেশি অস্ত্র সহ বিএনপির কর্মীদের উপর হামলা করে।
বিএনপির প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে নির্বাচনে প্রচারের
সময় দোহার উপজেলার করম আলী মোড় থেকে আটক করে পুলিশ। সেদিনের পুলিশের হামলায়
সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মী আহত হয় এবং ১৪ জনকে আটক করা হয়।
পরবর্তীতে, গায়েবি মামলা করা হয় প্রায় দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে। সেদিন পুলিশের হামলায়
গুরুতর আহত দোহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার
(২৬-১১-২০২৪) আদালতে এ মামলাটি করেন।

Exit mobile version