শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
গত ১৭ জানুয়ারি, ২০২৫, শুক্রবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। ঢাকার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাশাইল গ্রামের মাঠে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে ৩১ দফার মূল প্রতিপাদ্য পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মধ্যে মানুষের জীবনের, রাষ্ট্র চালানোর জন্য যত ধরনের সংস্কার প্রয়োজন সকল সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের সচেতন থাকতে হবে আওয়ামী লীগের অনেকে ঘাপটি মেরে আমাদের সঙ্গেই আছেন, সুবিধা নিচ্ছেন। তারাই সুযোগ পেলে আমাদের ছোবল মারবে। বিএনপির যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে।
কৈলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এড. খায়ের উদ্দিন শিকদারের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মৃধা ও যুবদলের নেতা মো. মনির খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সহ সভাপতি শফিক আহমেদ খন্দকার মাসুদ, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম নিরব, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক লেলিন আহমেদ রাসেল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আবুবকর, সহ-সভাপতি আব্দুর রশিদ, আওলাদ হোসেন মেম্বার ও দেলোয়ার হোসেন দুলু, সহ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আতাউল হক , ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান মিয়া , কৈলাইল ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি মো. বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
একই দিন খোন্দকার আবু আশফাক দোহার পৌরসভা যুবদলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা ও লিফলেট বিতরণ এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।