ঢাকা প্রতিনিধি: বৃষ্টির বিড়ম্বনা ছাড়াই দোহার, নবাবগন্জ, কেরানিন্জ, সহ বিভিন্ন এলাকায়
ঈদউল আজহার জামাত অনুষ্ঠিট হয়েছে। ঈদের নামাজ শেষে দোয়ায় দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি
কামনা করা হয়। সেই সঙ্গে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয়।
তাছাড়া দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর ঈদগাহ এ বিষধর সাপ রাসেল ভাইপারের
ব্যপারে বিশেষ সতর্ক থাকার জন্য ঈদগাহর ঈমাম পরমর্শ দেন।
নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক...