ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্ত্বরে গতকাল রবিবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সভাপতি মো.আবদুল মতিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ১আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. গোলাম কিবরিয়া। আওয়ামী লীগ ও মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার সরকারের শিক্ষা, সাস্থ্য,খাদ্য ,বস্ত্র, বাসস্থান,ও যোগাযোগ ব্যবস্থাসহ ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান জজ, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগ নেতা হায়দার জাহান খান পাঠান, আলহাজ্ব নাদির আহমেদ,আফজালুর রহমান পিকে প্রমুখ।
‘ঈশ্বরগঞ্জের ওসি উবায়দুর রহমান ও আঠারোবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়াকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।’ আমরা ঈশ্বরগঞ্জবাসী-ঢাকা।
প্রেস বিজ্ঞপ্তি আজ (২৫ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা ঈশ্বরগঞ্জবাসী- ঢাকার উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর...