ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলায় ২০২২ও ২০২৩ইং সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিশু একাডেমি এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৩৮টি ইভেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ইউআর সি ইন্সট্রাক্টর চন্দন বনিক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল,আবু সাঈদ,উপজেলা একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন ,মোহাম্মদ ফারুক, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল হক, চিত্রাংকন শিক্ষক চয়ন কান্তি দাস প্রমুখ।
চয়ন কান্তি দাস
Post Views: 318
Like this:
Like Loading...
Related