ধর্মপাশার মরা গাং  নদীর পানিতে ডুবে পাঁচবছর বয়সী এক শিশুর মৃত্য

ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলার  শিংপুর গ্রামের পেছনে থাকা মরা গাং নদীর পানিতে ডুবে  বুধবার বিকেলে আবু হুয়াররা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে  উপজেলার শিংপুর
গ্রামের হোটেল শ্রমিক ময়না মিয়ার ছেলে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা দুইটার  দিকে ওই শিশুটি নিজ বসতঘর থেকে বের হয়।  খোঁজাখোঁজি করে ওইদিন বিকেল  তিনটার  দিকে আবু হুরায়রার পরিহিত জামা মরা গাং নদীর পাড়ে পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন। ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটিকে ওই নদী থেকে অচেতন অবস্থায়  উদ্ধার করে পরিবারের লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।পরে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর  খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।#
Exit mobile version