ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে এ উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ক্রীড়া সামগ্রী, আইসিটি উপকরণ ও ফুলের টব বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আক্তার চৌধুরী, লংকাপাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ন্যিয়তি রানী, দশধরী গফুরুন্নেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই তালুকদার, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু প্রমুখ।
Post Views: 200
Like this:
Like Loading...
Related