ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল,সোনামড়ল, জয়ধনা, ও গুরমা হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্প কাজ সরোজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের অতিরিক্ত মহা পরিচালক (পূর্বাঞ্চল) এস এম শহীদুল ইসলাম। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ওইদিন বেলা আড়াইটা পর্যন্ত তিনি ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ফসলরক্ষা বাঁধের সংশ্লিষ্ট প্রকল্প কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) সভাপতি ও সদস্য সচিবদেরকে হাওরের বোরো ফসল ঘরে উঠার আগ পর্যন্ত বাঁধের প্রতি বিশেষ নজরদারি রাখার জন্য নির্দেশ দেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খূশী মোহন সরকার,তত্ত্বাবধায় প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী ও ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং মনিটরিং কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ
চয়ন কান্তি দাস