শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিপক কুমার সরকার চেয়ার মার্কা নিয়ে ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল কুমার দেয়াল ঘড়ি মার্কা নিয়ে পেয়েছেন ২৩৫ ভোট। নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক পদে এই নির্বাচনে উপজেলার পতœীতলা, নজিপুর, আমাইড়, ঘোষনগর ও পাটিচরা ইউনিয়ন নিয়ে এলাকা-৪ গঠিত