রকিবুল ইসলাম রুবেল, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যশোর জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী জি এম মনিরুজ্জামান মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজের সঞ্চলনায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, দফতর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য মল্লিক খলিলুর রহমান, শওকত বেগ, জাকির হোসেন হৃদয়, জসিম হোসেন বাচ্চু, ডি আর আনিসুর রহমান, জাবেদ আলী, আশরাফুল আলম লিপু, কামাল হোসেন, রাব্বি রাজয়, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন শান্তসহ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল/বিক্ষোভ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ‘ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করুন’ এই স্লোগানকে সামনে রেখে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষর্থীরা। আজ দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় জেলা স্কুল থেকে এই প্রতিবাদ মিছিল বের করে ঠাকুরগাঁওয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি শহরের চৌরাস্তা মোড় হয়ে কালিবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় দিয়ে ফিরে এসে জেলা প্রশাসকের অফিসের সামনে বিক্ষোভ করে। কণ্ঠে তাদের উচ্চারিত হয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বিক্ষোভে শিক্ষার্থীরা দেশে আসংকাজন হারে ধর্ষন, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বেক প্রকাশ করে শ্লোগান দেয়। দেশের এই আইন শৃংখলার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে আসামীদের দ্রুত বিচার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানায়। মিছিলে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।