প্রশ্নকারীর মূল জিজ্ঞাসা হলো – নবীজি সেই অকেজো পাথরকে পবিত্র মনে করে সম্মান করতে গেলেন কেন? লক্ষ্য করুন, প্রশ্নকারী নিজেই ওই পাথরকে “অকেজো” বলেছেন। সেটা বোঝানোর জন্য উমর (র) এর একটি বানী সংযোজন করেছেন। মনে রাখবেন, ওটা উমর (র) এর বানী। ওটা কোন হাদিস নয়। তাছাড়া উমর (র) ওই পাথর ভেঙ্গে ফেলার কথা বলেন নি। তিনি বলেছিলেন, ওই পাথরকে তিনি মুল্যবান (মর্যাদা-পুর্ন) বলে গ্রহন করেছেন কারন নবী (স) ওটাকে ঐতিহ্যবাহী মনে করেছেন। মনে রাখবেন, নবী (স) কখনোই ওই পাথরকে পবিত্র মনে করেন নি। তিনি ওই পাথরকে ঐতিহ্যবাহী বলেছেন।
ঐতিহ্যবাহী ও পবিত্র এই দুটি বিষয়ের পার্থক্য দেখানোর জন্য, ছবিতে মুকুট ও আংটি দেখানো হয়েছে।
ধরে নিলাম, এই হীরার আংটির মুল্য ২ লক্ষ টাকা। এবার, ওই আংটি থেকে হীরাটি খুলে ফেলুন। হীরাটি ছাড়া, ওই আংটির মুল্য কত হবে? বড়োজোর ১৫-২০ হাজার টাকা হতে পারে। আসলে, ওই আংটির মুল্য লক্ষ টাকা হয়েছিলো ওই হীরাটির জন্য। হীরা ছাড়া, ওটা একটি সাধারন আংটি।
ছবির বাম পাশে, ব্রিটিশ রাজমুকুট দেখা যাচ্ছে। মুকুটের উপরে গোল লাল দাগ দিয়ে একটা বড় হীরা দেখানো হয়েছে। বর্ণিত আছে, ওটা নাকি ভারত থেকে নেওয়া কোহিনূর হীরা। যাই হোক, ওই মুকুট থেকে কোহিনূর হীরাটি খুলে ফেললে, মুকুটের মুল্য (মর্যাদা) কতটা কমবে? ওই মুকুটে অন্যান্য ছোট হীরাগুলো সব খুলে ফেললে, মুকুটের মুল্য কতটা কমবে? যেটাই খুলে ফেলুন না কেন, ব্রিটিশ রাজমুকুটের মুল্য একটুও কমবে না। কারন, হীরার কারনে ওই মুকুট মুল্যবান হয়নি। ওই মুকুট মুল্যবান হয়েছে ব্রিটিশ রাজ্যের মর্যাদার কারনে।
- মুর্তি-পুজারী বন্ধুরা মুসলমানদেরকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেন – তোমরা কাবা ঘরের কোনায় পাথর রেখে, পাথর পূজা করো কেন?
মন্দিরে রাখা পাথরের মুর্তিটি হলো আংটির হীরার মতন। মন্দিরের সবচেয়ে মুল্যবান সম্পদ হলো ওই মুর্তি। মুর্তির কারনে মন্দির একটি সন্মানিত স্থান হয়েছে। মূর্তিটি সরিয়ে ফেললে, মন্দির অকেজো হয়ে যায়।
ওদিকে, কাবা ঘরের কোনায় রাখা পাথরটি হলো মুকুটের হীরার মতন। ব্রিটিশ রাজপরিবার, তাদের পুর্বপুরুষ থেকে পাওয়া কোহিনূর হীরাটিকে সিন্দুকে না রেখে মুকুটে রেখেছে। কারন ওভাবে সংরক্ষণ ও ঐতিহ্য প্রদর্শন সহজ হয়। ঠিক তেমনই, পুর্ববর্তী নবীর আমলে পাওয়া পাথরটি জাদুঘরে না রেখে, কাবা ঘরের কোনায় রেখেছে। কারন ওভাবে সংরক্ষন ও ঐতিহ্য প্রদর্শন সহজ হয়।
বোঝা গেলো, আংটির হীরা হলো মুল্যবান, কিন্তু মুকুটের হীরা ঐতিহ্যবাহী। ঠিক তেমনই, মন্দিরে রাখা পাথরের মুর্তিটি পুজারীদের কাছে পবিত্র। তারা সেটার পূজা করে। তবে, কাবা ঘরের কোনায় রাখা পাথরটি মুসলমানদের কাছে ঐতিহ্যবাহী। মানুষ সেটার পূজা করে না।
এখানে একটি পাল্টা প্রশ্ন থাকবে – বুঝলাম মুসলমানরা পাথর পূজা করে না। কিন্তু তারা ঘর পূজা করে কেন?
সেই প্রশ্নের উত্তর এখানেঃ