বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবার নিউ ইয়র্কে উদযাপন করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। স্থানীয় সময় রবিবার (২০ মার্চ) উত্তাল মার্চের ঐতিহাসিক ৭ই মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস ২৬ এবং বিশ্ব নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযাদ্ধাদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
আওয়ামীলীগ নেতা ড. প্রদীপ রঞ্জন করে সভাপতিত্বে এবং প্রকৌ: মোহাম্মাদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, স্বশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় খুনি মোস্তাক-জিয়া গংদের ষড়যন্ত্রের মাধ্যমে হাতছাড়া হয়ে যায় সপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নৃশংস ও বর্বর হত্যাকান্ডের মধ্য দিয়ে। ষড়যন্ত্রকারী ও পাকিস্তানি গুপ্তচর মেজর জিয়া লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালীর স্বাধীনতা হরণ করে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে মুক্তিযুদ্ধের গৌরবজ্জল ইতিহাস, মূল্যবোধ ও আর্কাইভে সংরক্ষিত অধিকাংশ মূল্যবান দলিল ধ্বংস করে দেয়। পরবর্তি ২১ বছর বঙ্গবন্ধু, জয় বাংলা, ৭ই মার্চের কালজয়ী ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র, প্রবাসী সরকারের শপথ গ্রহন ইত্যাদি ইতিহাস মুছে ফেলতে অপচেষ্টা করেন। কিন্তু ঘৃন্য শাসকরা ভূলে যায়, ইতিহাস কখনও পাল্টানো যায় না। বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দূ’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার হাত ধরে বাংলাদেশ এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত মূল্যবোধ ও ইতিহাস ফিরে এসেছে। বর্তমান প্রজন্ম জানতে পারছে বীর বাঙালীর সঠিক ইতিহাস। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। পৃথিবীতে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিস্ময়। পৃথিবী অবাক তাকিয়ে রয়। দেশ-বিদেশে বসে সেই স্বাধীনতা বিরোধী কূচক্রীরা এখনো ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলোতে অঢেল পয়সা খরচ করে মিথ্যা তথ্য ও অভিযোগ করে একের পর এক গুটি চালছে। কিন্তু আমরা বেঁচে থাকতে কোন ষড়যন্ত্রই সফল হতে দেব না বলে বক্তারা প্রতিজ্ঞাবদ্ধ হন।
বক্তারা বলেন, আল জাজিরার প্রপাগান্ডা মার খেয়েছে র্যাব এর ৭ কর্মকর্তার উপর দেয়া ভ্রমন নিষেধাজ্ঞাও টিকবে না। আমরা এটা নিয়ে কাজ করছি। খুনি মেজর জিয়ার নামফলক মেরিল্যান্ডের রাস্তা থেকে টেনে নামিয়েছি। প্রবাসে বসবাসরত মুজিব আদর্শের সৈনিকেরা সকল ষড়যন্ত্র ৭১ এর ন্যায় পরাভূত করে বিজয় সমুন্নত রাখবো বলে অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান, কবিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং ঐতিহাসিক দিনগুলো সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্হিতিতে। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও দৃপ্ত শপথের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি পূর্ণ সমর্থণ ব্যাক্ত ও স্বাধীনতার ৫০ বছর পরও বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও বাংলাদেশ বিরোধী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয় এবং তা কঠোর হস্তে প্রতিরোধের অঙ্গীকার করা হয়।
এ্যাড. শাহ মো: বখতিয়ার আলী, রুমানা আখতার ও খন্দকার জাহিদুল ইসলাম যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইন্জি: ফরাসত আলী, সাংবাদিক এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার ও অধ্যাপক হুসনে আরা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা ইন্জি: ফরাসত আলী, এম ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরকার, অধ্যাপক হুসনে আরা, শেখ হাসিনা মন্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্ববায়ক জামাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মনির উদ্দিন, যুবলীগ নেতা নূরুল ইসলাম, জাতীয় শ্রমীক লীগের সহ সভাপতি মন্জুর চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, নিউ ইয়র্ক স্টেট ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, শেখ হাসিনা মন্চের সহ সভাপতি নাদের চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোস্তফা হোসেন, ছাত্রলীগ নেতা রণি দেওয়ান, সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, শেখ হাসিনা মঞ্চে নেতা সৈয়দ আলী (ফজলু), ইফতি, নাজনীন সূলতানা ও কানিজা আয়শা।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো মাসুদুর রহমান পলাশ, সালমা বেগম, সৈয়দ এসকান্দার আলী, বাহার উদ্দিন চাঁদ, মো: টুটুল, বিলকিস আক্তার, ফজল মোহাম্মদ, উইলী নন্দী, প্রিনা নন্দী, কানিজ আহমেদ, রাজ, রোজী, হলা ইসলাম প্রমুখ।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও বহ্নিশিখা সঙ্গীতের শিল্পী সবিতা দাসের নেতৃত্বে নিকেতনের শিল্পীরা গান, কবিতা ও জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
পলাশবাড়ীতে ইটভাটা মালিকদের স্মারকলিপি প্রদান।
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : ইটভাটা শিল্পের টিকে থাকা ও পরিবেশবান্ধব প্রযুক্তির স্বীকৃতির দাবিতে জেলার পলাশবাড়ী উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ...