আয়োজকরা জানান, হলভর্তি উপচে পড়া দর্শকদের সামনে এবারেই প্রথববারের মতো প্রবাসী শিল্পীরা ‘প্রেমের আবেগপ্রবণ’ গান পরিবেশন করেন। নিউ ইয়র্কের জনপ্রিয় ‘মাটি বান্ড’ এর সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব, রাজীব ভট্টাচার্য্য, শামীম সিদ্দিকী, তিনিয়া হাসান, উদীপ্ত চৌধুরী, সান্তারা রেগা, কৌশলী ইমা, চন্দ্রা রায়, ঋতিকা ব্যানার্জি ও মনিকা দাস। নৃত্য পরিবেশন করেন অনুপ দাস ড্যান্স একাডেমির শিল্পীবৃন্দ।
শিল্পীদের যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন মাটি ব্যান্ডের কীবোর্ডে পার্থ গুপ্ত ও সাইফুল মিঠু, লিড গিটারে জোহান, বেস গিটারে মাহফুজ রহমান, অক্টোপ্যাডে রিচার্ড ও পার্কেসনে রাকেশ ব্যানার্জি।
পার্থ গুপ্ত ও শাহাবুদ্দিন চৌধুরী লিটন, আশরাফ আলী খান লিটন, আরশাদ ওয়ারিশ ও জেবুন্নাহার-এর যৌথ আয়োজনে বিশ্ব ভালবাসা দিবস উৎযাপন অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউ ইয়র্কের জনপ্রিয় উপস্থাপক সাদিয়া খন্দকার ও উৎপল চৌধুরী।