প্রেস রিলিজ
গতকাল (১৫ জুলাই) আবারও সাম্প্রদায়িক উগ্রবাদের থাবা খেয়েছে বাংলাদেশ। এবার ঘটনা ঘটেছে
সেই নড়াইলেই যেখানে মাত্র কিছূদিন আগে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা
ঝুলিয়ে অপমান-হেনস্থা করা হয়েছে পুলিশের সামনেই। এর সামাজিক কিংবা আইনী কোনো বিচারই
স্বপন কুমার বিশ্বাস পাননি যেখানে তার কোনো অন্যায় ছিল না। সুতরাং ধর্মান্ধ-মৌলবাদীরা
আবারও সুযোগ নিয়েছে ভিন্ন ধর্মের মানুষের ওপর ঘৃনা ছড়ানো আক্রমন করার। এবার “নারায়ে
তাকবীর” শ্লোগান দিতে দিতে আগুন দেয়া হয়েছে নড়াইলের লোহাগাড়া উপজেলার হিন্দু
ধর্মাবলম্বীদের বাসায়। যে ফেইসবুকের পোস্ট ঘিরে এই দানবীয় আচরন করেছে চিন্হিত
সাম্প্রদায়িক গোষ্ঠি, স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, ফেইসবুকের পোস্ট কি
এবং কেন লেখা হলো ইত্যাদি পূর্বাপর পর্যালোচনা না করে উলটো গ্রেফতার করেছে ভূক্তভোগী
আকাশ সাহা ও তার পিতাকে। সাম্প্রতিক সময়ে শিক্ষক, ভিন্ন মতাবলম্বী ও ধর্মীয়দের ওপর এই
নিয়মিত হামলা আমাদেরকে মুক্তবুদ্ধির চর্চা করা ব্লগার ও প্রকাশকদের ধারাবাহিক
হত্যাকান্ডের কথা স্মরন করিয়ে দিচ্ছে। মনে করিয়ে দিচ্ছে, কাছাকাছি সময়েই ঘটা রামুসহ
অন্যান্য স্থানে ভিন্ন ধর্মের উপাসনালয় এবং ভাস্কর্য শিল্পের ওপর পাশবিক আক্রমনের কথা।
এসব ঘটনার বিচার হয়নি। মুক্তচিন্তা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের সংখ্যাগরিষ্ঠ
জনগনের সামনে এই সাম্প্রদায়িক উগ্রবাদের রাজনীতির স্বরুপও তাই উন্মোচন করা যায়নি।
মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরেও প্রশাসনের এই নির্বিকার আচরন
বিস্ময়কর। প্রজন্ম ৭১ এইসব সাম্প্রদায়িক আক্রমন ও আচরনের তীব্র নিন্দা ও দোষীদের
(ধর্মের নামে যারা বাসাবাড়িতে আগুন দিয়েছে ) আশু শাস্তির দাবী জানাচ্ছে। সেই সংগে আকাশ সাহা
সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিটি অ্যাক্ট অনুযায়ী বেআইনী কিছু না করে থাকলে তার মুক্তির
দাবী জানাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী জাতিস্বত্তার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমন ও
ষড়যন্ত্র এদেশে গত কয়েক যুগ ধরেই চলছে। বর্তমান সরকার সফল ভাবে এদেশে জংগীবাদ দমন
করেছে। কিন্তু সমাজের ভেতরে ঢুকে পরা উগ্র সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে কেন্দ্রীয় এবং
স্থানীয় প্রশাসনকে কোনো উদ্যোগ নিতে আমরা দেখছিনা। এ ব্যাপারে শিক্ষা, মুক্তিযুদ্ধ ও
সংস্কৃতি মন্ত্রনালয়ের চরম ব্যথতা আছে বলে আমরা মনে করি। পহেলা বৈশাখের উৎসবকে
সীমিত আকার দেয়ার প্রগ্গাপন জারি করা হয় অথচ উগ্রবাদ ছড়ানো ওয়াজের ব্যাপরে স্থানীয়
প্রশাসন নিঃশ্চুপ থাকে যখন এইসব ওয়াজে ভিন্ন ধর্ম ও নারীদের বিরুদ্ধে যে বিশোদগার ও
অশ্লীল মন্তব্য করা হয় তার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা হতে দেখিনা আমরা।
নড়াইলের গতকালকের ঘটনার সুষ্ঠ তদন্ত, অগ্নিকান্ডের ঘটনার কুশীলবদের আশু শাস্তি দাবী
করছে প্রজন্ম ৭১।
অনল রায়হান
প্রচার সম্পাদক