নড়াইলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়িতে বিদায় দিলেন এসপি প্রবীর কুমার রায়

নড়াইলে অবসর

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে অবসর প্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যকে সুসজ্জিত গাড়ি করে এবং সন্মাননা সস্বারকসহ বিদায় জানালেন,পুলিশ সুপার। (২জানুয়ারি)  রবিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয় হতে পিআর এলে (অবসর) গমনকারী এএসআই সৈয়দ মোঃমোকছেদ, এএস আই মোহাম্মদ আলমগীর হোসেন ও কনস্টেবল /১২৪ মোঃ আবুল কালাম কে সম্মাননা স্মারক তুলে দিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এসময় আনুষ্ঠানিক ভাবে সুসজ্জিত সরকারি গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিদায়ী মুহূর্তে উক্ত ২ (দুই) এএসআই ও ১ (এক) কনস্টবল আবেগে আপ্লুত হয়ে জানান,বাংলাদেশ পুলিশে চাকরি জীবন অতিবাহিত করে আজ এমন সম্মানজনক বিদায় পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং এমন আয়োজনের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অপরাধ) অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) এস, এম, কামরুজ্জামান পিপিএম, এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।
Exit mobile version