নড়াইল জেলা মতুয়া মিশনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ মার্চ) বিকেল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে রূপগঞ্জ এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নড়াইলের বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের লোকজন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-মতুয়া মিশন নড়াইল সদর উপজেলার সভাপতি রূপকুমার মজুমদার, সদরের উপদেষ্টা অশোক কুন্ডু, লোহাগড়া শাখার সভাপতি বলদেব বিশ্বাস, মতুয়া ভক্ত সঞ্জিত মজুমদারসহ অনেকে। এদিকে, এ উপলক্ষে শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। #
সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ডে যারা শাস্তি পেয়েছে তারা পাওয়ার যোগ্য
পিলখানা হত্যাকাণ্ডে কোনো সেনা সদস্য জড়িত নয়, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।...