স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুরো বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন করে তোলার স্বপ্ন দেখছে পাহাড়ি জেলা বান্দরবানের মোঃ মহিউদ্দিন(বন্ধু)। তার লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তপরে ইতোমধ্যে “পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট” নামে স্মারকলিপি দিয়েছে ।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সরকারের কাছে “পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট ( “বাংলাদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন সৌন্দর্যমন্ডিত বাস্তবায়ন কমিশন” গঠন)” বাস্তবায়নে এর মাধ্যমে বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত করে বিশ্বের দরবারে দেশকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান করা হয় সে ম্মারক লিপিতে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম সৌন্দর্যময় এবং মমতাময় স্থান যার পর্যটন শিল্প দিনদিন বৃদ্ধি পাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নতুন যুদ্ধে হোক ময়লা আবর্জনার বিরুদ্ধে, প্রতিটি ময়লা-আবর্জনাকে দেশের সৌন্দয্যের অন্তরায় মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। নয় মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নয় মাসে বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন বাস্তবায়ন করা সম্ভব। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন এবং জনগণের আশা ছিল সোনার বাংলাদেশ গঠন করা। কিন্তু যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার ফলে বায়ু, পানি, মাটি দূষণ হয়ে আবহাওয়া ও দূষণ হয়ে যাচ্ছে। যেখানে সেখানে পলিথিন ময়লা আবর্জনা ফেলার কারণে মাটির গুনগত মান ও বাংলাদেশর সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফলে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন হয়ে দেশ বিপদের মুখে চলে যাচ্ছে। বাংলার মাটি খাটি সোনা আর সে সোনা এখন দিনদিন আর্বজনার দখলে যাচ্ছে। এই ময়লা আবর্জনা দূষণের ফলে আবহাওয়া পরিবর্তন রোগ-ব্যাধি প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের স্বাস্থ্য ব্যায় বেড়ে যাচ্ছে।
যেখানে বাংলাদেশের সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার কথা সেখানে ময়লার গন্ধে নাক চেপে ধরে রাস্তা ঘাটে চলাচল করতে হচ্ছে। ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশ দিন দিন বসবাস এর অনুপযোগী হতে যাচ্ছ যেখানে ময়লা আর্বনার দখলে প্রতিটি অলিগলি । যেখানে মানুষ বসবাস অনুউপযোগি হবে, সেখানে অন্য উন্নয়ন গুলো অবমূল্যায়িত হবে। সেজন্য প্রয়োজন পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট ১ (পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত )” বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত করা দবি জানানো হয়েছে সে ম্মারকলিপিতে।
বর্তমান সময়ে বৃক্ষ নিধন সহ অন্যান্য কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বায়ু দূষিত হচ্ছে এতে স্বাস্থ্য সমস্যা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষ নিধন রোধ এবং বৃক্ষরোপণের অনেক উদ্যোগ গ্রহণ করা হলেও যথাযথ এবং কার্যকরীভাবে বাস্তবায়ন হচ্ছে না।
প্রতিটি মানুষ নানা পেশায় নিয়োজিত এবং ব্যস্ত। তাদের এই নিয়ে চিন্তা করার সময় নেই। তাই এ সমস্যা সমাধানে “পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট ২ (বৃক্ষরোপণ) ” প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে । এতে জলবায়ু ও পরিবেশের অনেক উন্নয়ন সাধন হবে। “পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট ২(বৃক্ষরোপণ )” মূল প্রতিপাদ্য হচ্ছে বৃক্ষরোপনের দায়িত্বটি শিক্ষার্থীদের দিতে হবে। গাছের দায়িত্ব নেওয়ার মাধ্যমে সমাজের দেশের দায়িত্ব নিতে প্রস্তুত হবে। শিক্ষার্থীদের বৃক্ষরোপনের দায়িত্বের মাধ্যমে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, এতে সমাজের উপকার, দেশের উপকার বিশ্ববাসীর কল্যাণ হবে। শিক্ষা জীবন থেকে বৃক্ষরোপণ এর দায়িত্ব নেওয়ার মাধ্যমে প্রস্তুত হওয়ার সুযোগ পাবে প্রতিটি শিক্ষার্থী। বাংলাদেশের জনসংখ্যার বৃহৎ সংখ্যক শিক্ষার্থী, তাই প্রতিবছর বিশাল সংখ্যক গাছ রোপন হবে। বৃক্ষরোপন কার্যক্রম সফল হবে। জলবায়ু ও পরিবেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
পরিবেশ ও জলবায়ু রক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গৃহীত নীতিমালা এবং সিটি কর্পোরেশন, পৌরসভা,ইউনিয়ন পরিষদ এর পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না। তাই সবগুলোকে নির্দেশনাকে সমন্বয় করে পরিবেশ ও জলবায়ু রক্ষায় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন সৌন্দর্যমন্ডিত সোনার বাংলাদেশ গঠনের প্রত্যয় “পরিবেশবন্ধু প্লান প্রজেক্ট ১,২,” প্রজেক্টকে সমৃদ্ধ করে প্রজ্ঞাপন জারি/প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য স্মারকলিপি উল্লেখ করা হয় ।
বিশ্ব চক্রকারী অগ্রাসীরা প্লান বাস্তবায়নে বাধা দিতে পারে বলে মনে করে মোঃ মহিউদ্দিন(বন্ধু) । সকল বাধার বৃত্ত ভেঙ্গে সকলে মিলে দেশের কল্যাণে মানবতার কল্যাণে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন সৌন্দর্যমণ্ডিত বাংলাদেশ বাস্তবায়ন করা জন্য আহ্বান এই শিক্ষার্থীর । শিক্ষার্থী মোঃ মহিউদ্দিন(বন্ধু) করুনা কালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে কিছু উদ্যমী তরুণ কে নিয়ে তিনটা বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে, তারপরের দিনই আবারো অপরিষ্কার, এই চিন্তা থেকে কাজ শুরু করলো প্রজেক্ট বাস্তবায়নের আশা
Post Views: 377
Like this:
Like Loading...
Related