শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি ঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ এর আয়োজনে পতœীতলা থানা পুলিশের সহযোগীতায় মহান বিজয় দিবস/২১ কাবাডি প্রতিযোগীতা শুক্রবার বিকালে পতœীতলা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পতœীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, পতœীতলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান, পতœীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী গোল্ডেন, পতœীতলা স্কাউট সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, পতœীতলা উপজেলা ক্রীড়া সম্পাদক মোকলেছুর রহমান, পতœীতলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, এস.আই জিল্লুর রহমান সহ থানার অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
উক্ত কাবাডি প্রতিযোগীতায় নির্মইল ইউনিয়ন (নীল দল) কে পরাজিত করে শিহাড়া ইউনিয়ন (লাল দল) বিজয়ী হয়।