শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পতœীতলায় জাগকে উঠক মুন্ডা সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ এর আয়োজনে ১১ তম জাতীয় মুন্ডা সম্মেলন এর দু’দিন ব্যাপী অনুষ্ঠানের মঙ্গলবার উপজেলার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
আহ্বায়ক জাগকে উঠক মুন্ডা ও জাতীয় আদিবাসী পরিষদ সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার।
যুগ্ম আহ্বায়ক জাগকে উঠক মুন্ডা ও জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহীর সাংগঠনিক সম্পাদক নরেণ চন্দ্র পাহান এর সঞ্চালসায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, রাইগাঁ ইউপির চেয়ারম্যান আরিফ হোসেন, গ্রাম কিকাশ নির্বাহী পরিচালক মোয়াজ্জেম হোসেন, আরকো নির্বাহী পরিচালক সজল কুমার চৌধরী, এ.এল.আর.ডি এর কর্মসূচী কর্মকর্তা আজিম হায়দার, আদিবাসি গবেষক অনিক আছাদ, আদিবাসি নেত্রী সারা মারডি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, কেন্দ্রীয় জাতীয় আদিবাসী পরিষদের কোষাদক্ষ সুধির তির্কী, জাতীয় আদিবাসী পরিষদ উপদেষ্টা মোশারফ হোসেন চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাঃসম্পাদক গৌতম দে, উপজেলা খ্রীষ্টান উপাসনা কমিটির সভাপতি জতিন টপ্য, পতœীতলা আদিবাসী যুব পরিষদের সভাপতি পরেশ টুডু প্রমুখ।