দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
সোমবার (২০ ফের্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। সকাল ১০.৩৫ মি. থিসিস কর্ণার এবং ডিজিটাল রিসোর্সেস এক্সেস সেন্টার এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। পরে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার’এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ।
উক্ত অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসু(আ.দ.), সিনি.প্রফেসর ড.পূনিন্দু বিশ্বাস সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।