পলাশবাড়ীতে চাচার হাতে ভাতিজি খুন।

বায়েজিদ,গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি-জমা সংক্রান্ত জেরে পাপিয়া বেগম (৪০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তারই চাচা দুলা মিয়া (৫০) এর বিরুদ্ধে।
শনিবার (১৮ মে) সকালের দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামে ঘটনা ঘটে।
নিহত পাপিয়া ওই গ্রামের নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী। হত্যাকারী দুলা মিয়া বিরামের ভিটা গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে।
স্থানীয়রা জানাই, আজ সকাল সাড়ে আটটার দিকে অভিযুক্ত দুলা মিয়া তার লোকজনও ছেলে রাব্বিকে নিয়ে পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়া সহ পরিবারের লোকজন বাধা দিলে কথা কাটাকারীর এক পর্যায়ে চাচা দুলা মিয়ার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। এতে পাপিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্বজনরা তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার বলেন, আমরা এ ঘটনায় পারভিন বেগম নামে একজন কে গ্রেফতার করেছি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Exit mobile version