পলাশবাড়ীতে প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে আশার আলো ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আশার আলো খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ ভগবানপুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই উপজেলার প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতি ছিল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক একেএম মোকছেদ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ সহ অন্যান্যরা।
খেলায় সভাপতিত্ব করেন বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৪নং বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম।
খেলায় যে দল দুটি অংশ গ্রহণ করেন পাঁচবিবি ফুটবল একাডেমি একাদশ বনাম দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমি একাদশ। খেলায় ১-২ গোলের ব্যবধানে দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমি জয়ী হয়।
খেলাটি পরিচালনা করেন আশার আলো খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শরিফ সুলতান তুলন ও সাধারণ সম্পাদক ফিরোজ কবীর।
শেষে বিজয়ী দলের মাঝে ক্রেট সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের মাঝে ক্রেষ্ট ও নগদ ৩০ হাজার টাকা তুলে দেন অথিতিরা।
Exit mobile version