পাল্টে গেলো মুখের বুলি
নেই চোয়ালে দাঁত,
তাই বলে কী উদরটাতে
লাগবে না আর ভাত?
প্রতি গিঁটায় বাতের ব্যথা
নেই দুপায়ে বল!
জীবন বলে অভাগা তুই
তবুও হেঁটে চল!
বৃদ্ধ দেহে সুযোগ পেয়ে
ধরছে চেপে রোগ,
প্রতি ক্ষণেই ভাসছে মনে
স্মৃতির বহু শোক!
অবুঝ দুটি খোকন সোনা
ছিলো ঘরের বাতি,
গড়লো ওরা নিজ পরিবার
ভুললো রাতারাতি!
ছোট্ট হাতে আঙ্গুল ধরে
হাঁটলো পায়েপায়ে,
মুখের খাবার তাই বাছিয়ে
দিতো ওদের মায়ে।
খায় না আজো ওই অভাগী
নেই যে কিছু খেতে,
আমিও হাঁটি ক*ষ্ট করে
দুমুঠো ভাত পেতে!
আমার মতো আবার কেহ
আঁট-কুড়ো অভাগা!
পেটের দায়ে নিত্য সহে
নানারকম দাগা!
যে কটাদিন রইবো বেঁচে
এই পৃথিবীর পরে,
হলো নাহয় বেঁচে থাকা
নিত্য ম*রে ম*রে।
শোনো ওভাই সমাজপতি
চাই না কিছু ওরে,
ম*রলে আমি আসিও ভাই
একটু দাফন করে!
আমার মতো যাদের দূরে
রইবে কোনো ছেলে,
খবর দিও দাফন দিতে
একটু সুযোগ পেলে!
কবিতাঃ- তাও রয়েছি ভালো
কলমেঃ-আব্দুল কুদ্দুস রবি ভাই।
রচনাকালঃ- ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং
||ছবিটি সংগৃহীত ||