ধর্মপাশা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ধর্মপাশা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো.গোলাম কিবরিয়ার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধর্মপাশা বাজারে তাঁর ব্যক্তিগত অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নিঁর্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এডভোকেট গোলাম কিবরিয়া, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা আফজালুর রহমান পিকে আজাদ, জাতীয় শ্রমীক লীগ ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি এনামুল হক জোহা,যুব লীগ নেতা শামীম আহমেদ প্রমুখ ।
পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পড়ান ধর্মপাশা বাজার জামে মসজিদের ঈমাম মুফতি নূর আহম্মদ।
Post Views: 264
Like this:
Like Loading...
Related