প্রেস ক্লাবের সামনে আ.লীগের বিক্ষোভ মিছিল, ধাওয়া খেয়ে আহত ৫

শহিদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী।

রোববার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেস ক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্ত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।

জানা যায়, বিভিন্ন গলি থেকে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী মূল সড়কে উঠে স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে পাহারারত ফ্যাসিবাদ প্রতিরোধ বিরোধী মঞ্চ। তারা লাঠিসোটা নিয়ে মারধর করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে ৫ মিনিটের মধ্যে সবাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা এদিকওদিক চলে যায়।

 

মিছিলে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোছাইন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম আব্দুর রহিম, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, যুবনেতা গোলাম সাদমানি জনি, যুবনেতা আশরাফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তারিকুল ইসলাম, রাজিব বিশ্বাস।

এসময় ধাওয়া খেয়ে আনোয়ার, আমির, এনামুল হক প্রিন্স, শাহরিয়ার কবির বিদ্যুৎ, কপিলসহ আরও কয়েকজন আহত হন।

Exit mobile version