বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে জানিয়েছে ছাত্রলীগ। ফেসবুকের ভেরিফায়েড পেজে এক পোস্টের মধ্য দিয়ে এ তথ্য জানায় ছাত্রলীগ
পোস্টে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।
উল্লেখ্য, গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ রাখছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি।