বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস , জঙ্গীবাদ , সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময় সভা ইমাম সম্মেলন ১ মার্চ মঙ্গলবার দুপুরে পালিত হয়েছে।
বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট মিলনায়তনে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেনের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, মুফতী মোহাম্মদ আলী, মওলানা আবদুর রাজ্জাক, মওলানা আবদুর রশিদ জাফরী, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।
ইমাম সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত আলেম ও ইমামগণ অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক বিষয় সহ সামাজিক সমস্যা সমাধানে ইমামদের ভূমিকা নিয়ে ইমাম সম্মেলনে আলোচনা করা হয়।
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে গ্রাম আদালত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । ...