বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস বৃহস্পতিবার পালিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়।
দুপুর ১২ টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
বীরমুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাবেক কমান্ডার শহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান,বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা,বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা আজামল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা , বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান এর খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড প্রপ্তি।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি, কবি ও প্রকৌশলী মোহাম্মদ শাহ্জাহান পেলেন খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড। ময়মনসিংহের গৌরীপুরে ১১ জানুয়ারি, শনিবার...