আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালসেসিয়া আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তা চেক বিতরণ করা হয়। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে চেক বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রায়হান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, রজতকান্ত গোস্বামী প্রমূখ। শেষে ২৫জন উপকারভোগীর মাঝে ৫০ হাজার টাকা করে এককালিন চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।