আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৯ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্্েররণ করেছে। থানা সুত্রে জানা যায় গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বদলগাছী সদরের সরদার পাড়ার নুর মোহাম্মদের ছেলে এসএস রজন, সেনপাড়া আব্দুস সালামের ছেলে সালমান হোসেন, বৈরাগী পাড়ার উত্তম দাস, দুর্গাপুর গ্রামের সজিব হোসেন ও কাজল হোসেন সহ ৯ জনকে গ্রেপ্তার করে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়। থানা অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী ও ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদক আইন মামলা হয়েছে।
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদের ১২৪ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩ মার্চ)...