বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই

বন্দর প্রতিনিধি: বন্দরের কৃতি সন্তান বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্র ব্যাক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার (৮২) আর নেই। ইন্নালিল্লাহি….. রাজিউন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় রাজধানীর আগারগাও  ৬০ফিটস্থ তার নিজ বাস ভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি। স্ত্রী, ১ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের নামাজের জানাা বৃহস্পতিবার বাদ আছর তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অফ অনার করা হয়। বাদ মাগরিব তাঁর শ্বশুরালয় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁর কফিনে বন্দর উপজলা প্রশাসন ও বন্দর সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমানের প্রতিনিধি হিসেবে উপজেলা সহকারি কমিশণার(ভূমি) রহিমা আক্তার ইতি ও বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ূব আলী,এ্যাড.আব্দুল মতিন,বন্দর সিরাজউদ্দৌলা নাট্যদলের কর্ণধার খালেকুজ্জামান মিয়া জামান,অংকুর থিয়েটারের কর্ণধার মোঃ ওবায়েদ উল্লাহ,কথক নাট্যদরে কর্ণধার হাজী পিয়ার জাহান কমল,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক নাট্যকার ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু,যুগ্ম সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,নাট্যাভিনেতা মেহেফুজুর রহমান,এম নিউজ বিডি ডটকম’র সিইও মিতু মোর্শেদ,নাট্যাভিনেতা ও শিক্ষানুরাগী বশির খান,সংগঠক মাইনুদ্দিন মানিক,মোঃ আফতাব উদ্দিন,শাহিন তাহেরী সিনহা,মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ্য,মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার জীবদ্দশায় বন্দর বিএম ইউনিয়ন ও সরকারি হাজী ইব্রাহিম মডেল  স্কুল এন্ড কলেজে দীর্ঘ দিন ধরে শিক্ষকতা ছাড়াও তিনি বন্দর সিরাজউদ্দৌলা নাট্য দলের উপদেষ্টা এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নাট্য পরিচালকসহ একজন দেশ খ্যাতিমান লেখক ও নাট্যব্যক্তিত্ব ছিলেন। বিভিন্ন সময়ে তিনি শিল্পকলা একাডেমি সম্মাননাসহ জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত নাটকের মধ্য ময়নার চর,লড়াই বিশেষভাবে উল্লেখযোগ্য।

Exit mobile version