নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে একটি চাইনীজ রেস্টুরেন্ট মালিককে জোরপূর্বক উচ্ছেদের
অভিযোগ উঠেছে ভবন মালিকের বিরুদ্ধে। ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকায় এ
ঘটনটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী রেস্টুরেন্ট মালিক জেলা পুলিশ সুপারের
কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ
বন্দর থানাধীন ২২ নং ওয়ার্ডের ২১২ এইচ এম সেন রোড বাড়ইপাড়া এলাকার মারুফ
আহমেদ সিদ্দিকীর প্রবাস ফেরত ছেলে শফিক আহমেদ সিদ্দিকী পার্শ্ববর্তী
২০১নং এস এস শাহ রোডস্থ আমিন আবাসিক এলাকার সফি উজ্জামানের ছেলে জাকির
হোসেনের মালিকানা ইয়াসমিন কুটিরের নিচতলার ফ্ল্যাটটি ২ বছরের জন্য ভাড়া
নিয়ে সেখানে থাইটানিক চাইনীজ রেস্টুরেন্ট নামক একটি প্রতিষ্ঠান চালু
করেন। এরই মধ্যে ভয়াল করোনা প্রেক্ষাপটের কারণে রেস্টুরেন্টটি চালাতে
শফিক সিদ্দিকীকে অনেক বেগ পেতে হয়। লোকসানের ঘানি টেনেও শফিক সিদ্দিকী
ভবন মালিকের ভাড়া নিয়মিত পরিশোধ করে আসছে। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা
স্বাভাবিক হওয়ার পর হঠাৎ করেই ভবন মালিক জাকির হোসেন অজ্ঞাত এক ব্যাক্তির
বেশি ভাড়ার প্রলোভনে পরে কোন কারণ ছাড়াই শফিক সিদ্দিকীকে তার ফ্ল্যাট
ছেড়ে দিতে বলেন। এমনকি ভাড়াটে লোকজন এনে শফিক সিদ্দিকীকে জোরপূর্বক
উচ্ছেদের জন্যও চাপ দেয়। উপায়ন্তর না পেয়ে শফিক সিদ্দিকী সুবিচার চেয়ে
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি পিটিশন মোকাদ্দমা
দায়ের করেন। যার নং ১৮৪/২০২২। পিটিশনের নিমিত্তে আদালত আগামী ১৭ মার্চ
স্ব স্ব প্রমাণপত্র নিয়ে আদালতে হাজিরসহ বন্দর থানা পুলিশকে শান্তি
শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ১৪৫ ধারা নোটিশ প্রদানের নির্দেশ দেন। শান্তি
শৃঙ্খলা বজায় বন্দর থানা পুলিশ উভয়পক্ষকে নোটিশ প্রদান করলেও থানার
সাব-ইন্সপেক্টর মোদাচ্ছের হোসেন আদালতের নির্দেশের বাইরেও নিজ ক্ষমতাবলে
বিবাদীপরেক্ষর হয়ে বাদী শফিক সিদ্দিকী জাকির হোসেনের ভাড়াটে গুন্ডাদের
নিয়ে জোরপূর্বক শফিক সিদ্দিকীকে উচ্ছেদ করেন। ঘটনাটি গোটা বন্দর জুড়ে
ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
কেরানীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ঢাকার কেরানীগঞ্জে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া...