২৯ জুন,২৪- শনিবার কুলাউড়ার ইয়াকুব-তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচী করা হয়। কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনসমূহ এ কর্মসূচীর আয়োজন করে। সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর বন্যা ত্রাণ কমিটির আহ্বায়ক, পৌর কাউন্সিলার সুফিয়া রহমান চৌধুরী। সঞ্চালনা করেন পৌর বন্যা ত্রাণ কমিটির সদস্য সচিব শামিম আহমদ। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন এ কর্মসূচীর যুগ্ম আহ্বায়কদ্বয় ডাঃ কেরামত আলী, ডাঃ মোহাম্মদ তারু খাঁ,সদস্য সচিব কামাল হোসেন।
সমন্বয় করেন ফয়জুর রহমান গোলাপ,ফরিদ আহমদ,এসএম শামিম,শফিক আহমদ, দেলোয়ার হোসেন ঢালী, শেখ রজমুল আলী,বিলাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর পূর্বে কুলাউড়া শহরতলীর আহমদাবাগ হতে প্রায় ১ কিঃমিঃ দূরবর্তী বন্যায় পুরোপুরি ডুবন্ত আশ্রয় কেন্দ্রে বিএনপি নেতৃবৃন্দ পৌঁছলে বানবাসীরা অভ্যর্থনা জানান
নিবেদক
পাকিস্তানের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে সুখবর বাংলাদেশের
২০২৩–২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনো শেষ হয়নি। তবে শেষের আগেই একটা সুখবর পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম সপ্তম...