বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক, দেশের প্রথম এবং সকল ধরনের জাতীয় ও আন্তর্জাতিক
সংস্থার র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থানকারী আন্তর্জাতিক মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ
ইউনিভার্সিটিতে আজ ভিন্নধর্মী আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়।
বাংলা নববর্ষ উদযাপন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই সংস্কৃতির ধারা অব্যাহত রাখতেই
প্রতিবছরের মতো এবারও নর্থসাউথ ইউনিভার্সিটি আনন্দ, উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করল
বাংলা নববর্ষ ১৪২৯। বৈশাখকে বরণ করতে ক্যাম্পাস সেজেছে অপরূপ সাজে। নতুন বছরকে স্বাগত জানাতে
আয়োজনের কমতি ছিল না। লাল সাদা আর হলুদের ছোঁয়া লেগেছিল ক্যাম্পাসে। নেচে গেয়ে নিজেদের মত করে
শিক্ষক আর সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নেয় শিক্ষার্থীরা।
সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করে নিতে এনএসইউ সাংস্কৃতিক
সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, নৃত্য, গ্রামীণ লোকজ
সংস্কৃতির ঐতিহ্যবাহী উপকরণ, বাউল গান, পুতুল নাচ সহ ভিন্নধর্মী সব আয়োজন। সব মিলিয়ে গ্রামের মেলার
পরিবেশের স্বাদটুকু যেন পেল নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী চলে
মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন
আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব
আজিজ আল কায়সার।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ বলেন,
প্রতিবছরের মতো এবারও আমরা সবাই মিলে উৎসব, আনন্দ, উল্লাস ও উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রাণের
উৎসব পহেলা বৈশাখ পালন করতে পেরেছি বলে আমি আনন্দিত। নর্থ সাউথ ইউনিভার্সিটি সব সময়ই বাংলা
সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় সব ধরনের বাঙ্গালি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপন করে থাকে।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বাঙালি হিসেবে আমাদের যে একটা পরিচয়, বাঙালি সংস্কৃতি বাংলা
ভাষা সবকিছু ফুটে ওঠে এই পহেলা বৈশাখের মাধ্যমে। আমরা সবাই একসাথে এ উৎসব উদযাপন করি বলে এটা
আমার ভালো লাগে। এবারের পহেলা বৈশাখ আমাদের সকল কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ দের জন্য
বৈশাখি ভাতা চালু করার জন্য আমি এনএসইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য, অধ্যাপক ড. মোঃ
ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ, অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর
ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক
ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. জাবেদ বারী,
স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা, জনসংযোগ অফিস এর
পরিচালক জনাব জামিল আহমেদ, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী
সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক
শিক্ষার্থীবৃন্দ ।
বন্দরের দীঘলদী শুকুর মিয়ার বাড়িতে চাঁদা না পাওয়ায় হামলা
স্টাফ রিপোর্টারঃ গত শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে বন্দরের দীঘলদী শুকুর মিয়ার বাড়িতে (হুজুর বাড়ী সংলগ্ন) চাঁদা না পাওয়ায় হামলা করে...