বললেন স্বরাষ্ট্র সচিব দেশকে অস্থিতিশীলে যারা জড়িত তাদের দমনে ‘ডেভিল হান্ট অপারেশন’

 যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দমন করার জন্য ‘ডেভিল হান্ট অপারেশন’ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। এটা একটা পুলিশ অ্যাকশন। তবে আইনানুগ যতো ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে।

গিয়েছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগের বিষয়ে আগামী ১১ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে কর্মশালা করার কথাও উল্লেখ করেন তিনি।

Exit mobile version