বাজারে গেলে বুঝা যায় সারা দেশের মানুষের পেটে আগুন লাগিয়েছে শাসকেরা : এন ইউ আহম্মেদ

1. অবরোধ হরতাল সফল করা সারা দেশের মানুষ,ভোটারদের দায়িত্ব ও কর্তব্য : এন ইউ আহম্মেদ
2. মিথ্যার পাল্লা দিয়ে ভোট চুরি করে যোগ্যতার পাল্লা ভারী করা স্বৈরাচারীতা : এন ইউ আহম্মেদ
3. বাজারে গেলে বুঝা যায় সারা দেশের মানুষের পেটে আগুন লাগিয়েছে শাসকেরা : এন ইউ আহম্মেদ

গণতন্ত্রের রাজা , ডিজিটাল বীর পারসন বিবিএফ পার্টির  এন ইউ আহম্মেদ বলেন, ভোটার সবাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার  হরতাল অবরোধ সফল  করার   সারা দেশের মানুষের দায়িত্ব ও কর্তব্য ঘোষণা করছি।  আমি আপনাদের বক্তব্য গলাবাজি শোনতে শ্রোতা না। হরতাল অবরোধ সফল করার জন্য সারা দেশের মানুষের দায়িত্ব ও কর্তব্য ঘোষণা করছি।
হরতাল অবরোধে ক্ষমতা থাকার জন্য আগুন সন্তাসী করে, বিরুদ্ধীদের দমনের উদ্দেশ্য মূলক  সন্তাসীদের কে সারা দেশের মানুষ হামলা করাাটাও দায়িত্ব ও কর্তব্য।  আপনারা জানেন,
বিগত বছরগুলোতে দৈনিক ১৫ ঘন্টা পরিশ্রম কষ্ট করে উপার্জন
মানুষ তাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিস চাহিদা মেটাতে  বাজারে গেলে আরও চার গুন গুণ অর্থ দরকার হয় এতো বেশি আগুন লাগিয়েছে সব জায়গায় বর্তমান শাসকেরা। প্রতিবাদ কর্মসূচি অবরোধ হরতালে সারা দেশে মানুষ সামান্য কষ্ট করা উচিত বললেন গণতন্ত্রের মহানায়ক এন ইউ আহম্মেদ।

গণতন্ত্রের কান্ডারী এন ইউ আহম্মেদ বলেন,
বিগত ১৫  বছর পর্যন্ত সারা দেশে মানুষ কষ্ট করতেছেন। সারা দেশে গুম খুন হত্যা হয়েছে, সারা দেশে অনেক মায়ের বুক খালি হয়েছে। অর্থ অভাবে নিজের সন্তান দের কে হাসপাতালে বিক্রি করে দিতে হয়েছে। খাবারের অভাবে মানুষ আত্ম হত্যা করেছে। সারা  দেশে বিগত বছরগুলোতে  মানুষের পেটে আগুন লাগিয়েছে  শাসকেরা।

গণতন্ত্রের হিরো এন ইউ আহম্মেদ বলেন, ৪ বছর  কষ্ট করার চেয়ে, ১৫ বছর পর্যন্ত কষ্ট করা বিষয় সবাই জানেন। শাসকদের কে ক্ষমতা থেকে সরিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার দাবি সারা বিশ্বে সকলের।

ভালোবাসার পতাকা রাজা এন ইউ আহম্মেদ বলেন,
বর্তমান  সন্তাসী শাসকেরা আরও জুলুম অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র চক্রান্ত করার উদ্দেশ্য ক্ষমতা যাওয়ার জন্য উদ্দেশ্য।

ভালোবাসার মহানায়ক এন ইউ আহম্মেদ বলেন , ভোট চুরি করে
মিথ্যা কে সারা দেশে পাল্লা ভরা সাংসদ দিয়ে  আপনাদের যোগ্যতার পাল্লা ভারী করার উদ্দেশ্যেতে সারা দেশে  বিদেশের মানুষ থুঁথুঁ দিয়েছে।
আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হিংসা করে, আমাদের কে ছোট করার উদ্দেশ্য ষড়যন্ত্র চক্রান্ত করেছেন অথচ সারা দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে আপনাদের থুঁথুঁ দিয়েছে।

গণতন্ত্রের বন্ধু এন ইউ আহম্মেদ বলেন, বর্তমান শাসকেরা তাকিয়ে দেখুন, আপনাদের মান সম্মান মর্যাদা জিরো হয়েছে। কারণ আমাদের মান সম্মান মর্যাদা কমাতে চেয়েছিলেন। আমরা মান সম্মান মর্যাদার রাজা / রাণী। আমরা মান সম্মান মর্যাদার মহারাজা, মহারাণী।

বর্তমানে আমাদের মান সম্মান মর্যাদা থেকে, আপনারা মান সম্মান পেতে উদ্দেশ্য আছে।  কিন্তু আপনারা আমাদের মান সম্মান মর্যাদা কমাতে উদ্দেশ্য, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হিংসা করে বিগত বছরগুলোতে ছোট করার উদ্দেশ্য ষড়যন্ত্র চক্রান্ত করেছেন।
গণতন্ত্রের ডিসপ্লে এন ইউ আহম্মেদ বলেন, আমাদের থেকে কোন কিছু আশা করতে পারবেন না কারণ আপনারা আমাদের কে ছোট করার উদ্দেশ্য ষড়যন্ত্র চক্রান্ত করেছেন।

গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ বলেন, সারা দেশ ফুটবল বল, ক্রিকেট বল খেলার মাঠ,  সন্তাসী দের দের কে ফুটবল বল, ক্রিকেট বল বানায়ে সারা দেশে  শর্ট মারতে হবে।।

গণতন্ত্রের মহানায়ক এন ইউ আহম্মেদ বলেন, মিথ্যায় পাল্লা দিয়ে, পুলিশ, গণতন্ত্রের চোখ  সাংবাদিক, বিচার পতি, আন্তর্জাতিক নেতাদের কে আমাদের বিরুদ্ধে পতি পক্ষ বানানোর ষড়যন্ত্র চক্রান্ত মূলক পদক্ষেপ গুলো বর্তমান শাসক  বিগত বছরগুলোতে সারা দেশে বিদেশে আন্তর্জাতিক ভাবে জানা আছে।
মিথ্যার পাল্লায় দিয়ে ক্ষমতা থাকার জন্য বর্তমান শাসকের দের উদ্দেশ্য প্রমাণ বিগত বছরগুলোতে ভোট চুরি করে সারা দেশে মিথ্যার পাল্লা ভরা সাংসদ।   জনগনের দাবি  বর্তমান শাসকেরা ক্ষমতা ছাড়বেন । সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার দাবি সারা দেশের মানুষ আদায় করার জন্য ঘোষণা করছি। বর্তমান শাসকের ভোট চোর কথিত ভূয়া এমপি মন্ত্রী  ও উপদেষ্টা দের কে আন্তর্জাতিক ভাবে ছাড় দেওয়া হবে না।

রাজনৈতিক দল ছাড়াও সুষ্ঠু নির্বাচনের জন্য সারা দেশে মানুষ, অরাজনৈতিক দল, শিক্ষার্থী, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার্থীরা , ও আন্দোলন করার পরিপূর্ণ ক্ষমতা আছে।  আপনারা সারা দেশে আন্দোলন অবরোধ হরতাল সফল করার জন্য সহযোগিতা করুন।
Exit mobile version