ডেস্ক: বায়তুল মোকাররম মসজিদে নারীদের জন্য আলাদা ঈদ জামাত অনুষ্ঠীত হয়েছে। সকাল ৭ টায় এই জামাত অনুষ্ঠীত হয়। পরিবার, পরিজন ও সন্তানদের নিয়ে তারা নামাজ আদায় করেন। আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি পরিবার পরিজনদের সমৃদ্ধি কামনায় ছিলো দোয়ার আয়োজন
সার্বিক ব্যবস্থাপনা ভালো হলে নিয়মিত মসজিদে নামাজ আদায় করতে চান তারা। ঈদুল আজহার নামাজ পড়তে আসা কয়েকজন নারী জানান, ঈদে নামাজ পড়তে আসতে ভালোই লাগে। আগে ইদগাহ মাঠে নামাজ পড়লেও এবার বায়তুল মোকাররমে নামাজ আদায় করেছেন তারা। এরপর যদি নারীদের নামাজের জন্য ভালো ব্যবস্থা রাখা হয় তাহলে সবাই ঈদের নামাজ পড়তে এখানেই আসবে
ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে প্রায় ৩৫ হাজার মুসল্লীর নামাজ আদায়ের স্থান প্রস্তুত করা হয়। এছাড়া বৃষ্টি হলে মুসল্লিদের সুবিধায় প্রায় ২ লাখ ৭৪ হাজার বর্গফুট জুড়ে শামিয়ানা ও ত্রিপলের ব্যবস্থা করা হয়। ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।নামাজ আদায়ের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছিল র্যাবের বিশেষ ডগ স্কোয়াড। এছাড়া ঈদগাহে এবং আশেপাশের এলাকাজুড়ে বসানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিশেষ ওয়াচ টাওয়ার।