নিজস্ব সংবাদদাতাঃ
বারেক সরদার স্মৃতি সংসদের কাছে হেরেও মুজিব শতবর্ষ নারায়ণগঞ্জ জেলা
প্রথম বিভাগ দাবালীগের শিরোপা জিতেছে চেসবিডি ডটকম। বৃহস্পতিবার দুপুরে
জেলা পুলিশের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক নারায়ণগঞ্জ শহরতলীর
অক্টো অফিসস্থ ওসমানী স্টেডিয়াম সংলগ্ন শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে
আয়োজিত লীগের শেষ রাউন্ডের খেলায় তারা প্রতিপক্ষ মানহা সীমান্ত স্পোর্টিং
ক্লাবকে ৪-০সেটের ব্যবধানে পরাজিত করে এ শিরোপা জয় করেন। তাদের সংগৃহিত
পয়েন্ট ১২। সমান ১০ পয়েন্ট পেয়ে প্রোগ্রেসিভ স্কোরে লীগে নুরুল ইসলাম
স্মৃতি পাঠাগার রানার্স আপ ও ঈগল স্পোর্টিং ক্লাব তৃতীয় স্থান লাভ করে। ৯
পয়েন্ট পেয়ে বারেক সরদার স্মৃতি সংসদ চতুর্থ ও ৬ পয়েন্ট পেয়ে নারায়ণগঞ্জ
চেস একাডেমী পঞ্চম স্থান দখল করে। দিনের অপর খেলায় বারেক সরদার স্মৃতি
সংসদ আড়াই-দেড় পয়েন্টের ব্যবধানে নারায়ণগঞ্জ চেস একাডেমীকে পরাজিত করে।
এছাড়া নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ও ঈগল স্পোটিং ক্লাবের মধ্যকার ম্যাচটি
২-২পয়েন্টে ড্র হয়। খেলা শেষে বিকেল ৪টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জের
অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
পরিচালক ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ
টিটু।
কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ...