বায়োডেটা দেখে লাইফ-পার্টনার বেছে নিচ্ছে নবীন প্রজন্ম! সিভি ডেটিং মাধ্যম

ক্রমশ জনপ্রিয় হযে উঠছে সিভি ডেটিং মাধ্যম৷

ডেস্ক: কাগজের পাত্র-পাত্রী বিজ্ঞাপন বা ম্যাট্রিমনিয়াল সাইট খুললেই চোখে পড়বে ‘চাকুরিরতা, সুন্দরী, গৃহকর্মনিপুনা পাত্রী চাই’ বা ‘ডাক্তার/ইঞ্জিনিয়ার, হ্যান্ডসাম পাত্র চাই’৷ ছেলে মেয়ে বিয়ের বয়সি হয়ে উঠতেই তাদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খোঁজার ভার পরে বাবা-মায়ের উপর৷  যতক্ষণ না উপযুক্ত পাত্র-পাত্রী পাওয়া যায় ততক্ষণ চিন্তায় চিন্তায় মাথা খারাপ হওয়ার জোগার বাবা-মায়েদের৷  কিন্তু এত কিছু করা সত্ত্বেও যুব সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে বিয়ের প্রতি অনীহা৷ প্রেম করে বিয়ে হলে তো ভালই, অ্যারেঞ্জড ম্যারেজের নাম শুনলেই পিছিয়ে আসছে যুবক-যুবতীরা৷ কেন এমন ঘটছে?
সমীক্ষায় দেখা যায়, ম্যাট্রিমনিয়াল সাইট বা ডেটিং সাইটের প্রতি তীব্র অনীহা দেখা যায় আধুনিক কাপলদের মধ্যে৷ কারণ, নবীন প্রজন্মের মতে ম্যাট্রিমনিয়াল সাইটে কোন মানুষই নিজের সম্পর্কে সত্যি তথ্য দেয় না৷  তাই এই সমস্ত তথ্য দেখে কারওর পক্ষেই জীবনসঙ্গী বেছে নেওয়া অসম্ভব৷ তাই বর্তমান প্রজন্ম এখন হাত বাড়াচ্ছে বিভিন্ন বিজনেস সাইটের দিকে৷ ক্রমশ জনপ্রিয় হযে উঠছে সিভি ডেটিং মাধ্যম৷

কী এই সিভি ডেটিং মাধ্যম?

ধরা যাক অর্ক আর দেবপ্রিয়ার কথায়৷ দু’জনেই কর্মজগতে মহাব্যস্ত৷ অর্ক একজন ব্যস্ত মিডিয়া প্রফেশনাল আর দেবপ্রিয়া চাকরি করে তথ্যপ্রযুক্তি সংস্থায়৷ ধরাবাঁধা নিয়মে কাটে না এঁদের দু’জনের জীবন৷ উপযুক্ত জীবনসঙ্গী বাছতে তাই দু’জনেই হাত বাড়িয়েছে বিজনেস সাইটের দিকে৷ সিভি ডেটিংয়ের মাধ্যমেই দু’জনে দু’জনকে খুঁজে পেয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এখন চাকরি খোঁজার জন্য প্রত্যেক চাকুরিজীবীই বিভিন্ন বিজনেস সাইটে নিজেদের সিভি বা বায়োডেটা আপলড করেন৷ এই সিভিতে লেখা থাকে চাকুরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের ঠিকানা, চাকরির যাবতীয় তথ্য, বিশেষ কোন কাজে দক্ষতা, ভাষাগত যোগ্যতা মায় বিশেষ কোন শখের কথাও৷  আধুনিক প্রজন্মের মতে চাকরির জন্যই নিজেদের বায়োডেটাতে কোন ভুল তথ্য কেউ পারতপক্ষে দেয় না৷ তাই সিভি দেখেই এখন চাকরির পাশাপাশি জীবনসঙ্গীও বেছে নিচ্ছে নবীন প্রজন্ম৷

Exit mobile version