স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, দূর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে এবং দেশ ও জাতির কল্যাণে তারুণ্যেকে কাজে লাগাতে হবে। সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। দূর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তারুণ্যের ভূমিকার উপর জোর দিতে হবে। এছাড়াও ইতিবাচক পরিবর্তনে সামাজিক আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করে উন্নত বাংলাদেশ বির্নিমানে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাহলে আমারা আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়তে পারবে।
২৭ জানুয়ারী সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস দিনাজপুরের যৌথ আয়োজনে “বিজয়ের উল্লাসে- তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মোসফেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোছা: সাদরাতুন মুকতাহিনা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এসএম হাবিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুরের সিনিয়র তথ্য অফিসার মোঃ আব্দুল আলীম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জনপ্রিয় প্রচার কৌশল প্রয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড এবং জীবন মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে অবহিত ও উদ্বুদ্ধ করে আসছে। কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি জনগণের মতামত ও প্রক্রিয়া সরকারের কাছে পৌঁছে দেওয়াও এ অফিসের অন্যতম দায়িত্ব। এভাবে দিনাজপুর জেলা তথ্য অফিস সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। মুক্ত আলোচনায় অংশ নেন মিনহাজ জামান, হিমেল দেওয়ান, ইফাত জাহান, বাদশা আল কাওসার, আরফিন, মেশকার, মোঃ হাসনাদ রহমান, ঈশান আসলাম, শংকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনারুল ইসলাম, দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুলের) সহকারী শিক্ষক আকতারুল আলম রাঙ্গা। সভায় সিদ্ধান্ত হয় বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক ১ মাস ব্যাপী যে প্রস্তুতি রয়েছে তাতে মাদকমুক্ত, গ্রামীন খেলা, বাংলার ঐতিহ্যবাহী গান, পরিবেশবান্ধব বৃক্ষরোপনসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পৃক্ত করা হবে। সভার শুরুতে জুলাই আগস্টে আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পার্বতীপুরে রেললাইনে সার বোঝাই ট্রাক বিকল, ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ
মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের অদূরে হলদিবাড়ি রেলগেটে ফুলবাড়ী থেকে আসা একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক...