বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে রোমাঞ্চে ঠাসা। যদিও । রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরির পরও ৭ রানে হেরে গেছে রাজশাহী। ৪০০ এর বেশি রানের ম্যাচে তাই শেষ হাসি হেসেছে খুলনা।
খুলনার রানের পাহাড় টপকাতে নেমে জিসান আলমের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় দুর্বার রাজশাহী। উদ্বোধনী জুটি থেকে চলে আসে ৪৭ রান। জিসান খেলেছেন ১৫ বলে ৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে জিসানের উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে রাজশাহী।
আরেক ওপেনার মোহাম্মদ হারিস সুবিধা করতে পারেননি। ১৫ বলে ১৫ রান করে বিদায় নিয়েছেন হারিস। তিনে নেমে দলের হাল ধরেছেন অধিনায়ক এনামুল হক বিজয়। দারুণ ব্যাটিংয়ে এক প্রান্ত ধরে এগোচ্ছিলেন বিজয়। মাঝে ইয়াসির আলী চৌধুরী খেলেছেন ১৭ বলে ২০ রানের ইনিংস।
বিজয় ছিলেন সাবলীল। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে ছুঁয়েছেন ফিফটি। পরিস্থিতির দাবি মিটিয়ে বোলারদের উপর চড়াও হয়েছেন বিজয়। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান তুলেছেন বিজয়। ইয়াসিরের বিদায়ের পর বিজয়ের সাথে যোগ দিয়েছেন রায়ান বার্ল। মারমুখি ব্যাটিংয়ে এগিয়েছেন বার্লও। কক্ষপথে ছিল রাজশাহী।
দারুণ ব্যাটিংয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয়-বার্ল। শেষের আগের ওভারের শেষ বলে আউট হয়েছেন বার্ল। ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি।
বিজয় চলে যান সেঞ্চুরির কাছাকাছি। শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল ১৭ রান। বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। প্রথম বলে চার হাঁকিয়ে আশা জাগান বিজয়। তবে বাকি ৫ বল থেকে নিতে পেরেছেন মাত্র ৫ রান। দারুণ ডেথ বোলিং করেছেন হাসান। ৭ রানে জিতেছে খুলনা। সেঞ্চুরি পেয়েছেন বিজয়। ৫৭ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন বিজয়।
খুলনার হয়ে ২ উইকেট নেন হাসান মাহমুদ। ১টি করে উইকেট শিকার করেন সালমান ইরশাদ এবং আবু হায়দার রনি।