মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল ও ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠেয় কনসার্ট তিনটিতে গাইবেন দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা ।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকে শুরু হবে বিজয়ের আয়োজন। বিকেল গড়াতেই গান গাইতে মঞ্চে উঠবেন শিল্পীরা। জানা গেছে, এ কনসার্টে অংশ নেবেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রফিকুল আলম, আবিদা সুলতানা, রেজওয়ানা চৌধুরী বন্যা, নকীব খান, বাপ্পা মজুমদারসহ অনেকেই। তাঁরা প্রত্যেকেই নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি গেয়ে শোনাবেন দেশের গান।
হাতিরঝিলের এম্পিথিয়েটারে ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘লাল সবুজের মহোৎসব’। আগামীকাল এ উৎসবের শেষ দিনে থাকছে বিশেষ চমক। এদিন গান গাইতে মঞ্চে উঠবেন নগর বাউল জেমস, হাসান ও এস আই টুটুল। রাত ৯টা থেকে শুরু হবে কনসার্ট।
এছাড়াও রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বিজয় দিবস উপলক্ষে চলবে দিনব্যাপী নানা আয়োজন। সন্ধ্যার পর গান শোনাতে দর্শকদের সামনে আসবে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। তিনটি কনসার্টই সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।