উচ্চারণ : আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান।
অর্থ : আল্লাহ! আল্লাহ! আমার রব! তাঁর সঙ্গে আমি
কাউকে শরিক করি না।
উপকার : আসমা বিনতে উমাইস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিক্ষা দেব না, যা তুমি বিপদের সময় পাঠ করবে? তারপর তিনি এই দোয়াটি বলেন। (আবু দাউদ, হাদিস : ১৫২৫)