রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানের প্রেক্ষিতে বিশেষ অভিযানে ছিনতাইকারী শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) দুইজনকে বিরামপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছেন। বিরামপুর থানার তথ্য মতে বৃহস্পতিবার (৬ জানুঃ) গভীর রাতে
সিনিয়র সহকারি পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) একেএম ওহিদুন্নবী ও অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহাবুবুর রহমান সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান করেন। এসময় মোবাইল ফোন,সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগসহ টাকা ছিনতাই মামলার শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। উক্ত গ্রেপ্তারকৃত ছিনতাইকারী শাওন মিঞা (২৪) একই জেলার পীরগঞ্জ উপজেলার ইসমাইলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ও ইব্রাহিম মন্ডল (৩০) রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকার আনারুল ইসলামের ছেলে। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ছিনতাই মামলায় শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ছিনতাইকারী ইব্রাহিম (৩০) আহত হওয়াই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। শাওনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে এমূর্হুতে বলা সম্ভব নয়। তিনি আরো জানান,ছিনতাইয়ে সত্যতা উদঘাটনে জন্য আমরা আদালতে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করব। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাইয়ের সকল তথ্য উদঘাটন করা হবে। উল্লেখ্য উক্ত ছিনতাইকারীরা বিরামপুর উপজেলা সহ বেশ কয়টি উপজেলার হাইওয়ে রাস্তা ও শহরের বিভিন্ন স্হানে রাতের বেলায় ওথ পেতে থাকা অবস্থায় মোটরসাইকেল ব্যবহার করে অনেক মানুষের গাড়িতে ও মোবাইল ফোনে কথা বলার সময় ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেল জোরে চালিয়ে পালিয়ে যায়। এতে করে অনেক মানুষের ক্ষতি সাধন হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে ছিনিয়ে নেওয়া জনসাধারণ বিরামপুর ও ফুলবাড়ি থানায় তাদেরকে দেখে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান। গত ২রা জানুয়ারী/২২ইং দিনাজপুর ফুলবাড়ীতে ছিনতাইয়ের ঘটনায় পালানোর সময় শাওন মিঞা (২৪) ও ইব্রাহিম মন্ডল (৩০) কে ফুলবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করেন।