রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুর বিরামপুর থানা পুলিশের একটি দল বগুড়ার আদমদীঘি ও নওগাঁ সদর এলাকা হতে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুইজন অন্যতম সদস্যকে আটক করে আদালতে সোপর্দ করেছে। বিরামপুর থানা সূত্রে জানা যায়,বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত এঁর সার্বিক তত্বাবধানে গত দুইদিনে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের অন্যতম সদস্য নওগাঁ সদর পৌর এলাকার ভবানীপুর দক্ষিনপাড়া কাঁঠালতলী এলাকার নুরুল হকের ছেলে আশিক (২০) ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার পৌত্ততা গ্রামের মৃত: মোড়লা সর্দারের ছেলে রমজান আলী (৩২) কে ২টি তিন ফেজের হ্যাকজিং চোরাই মিটার উদ্ধার পূর্বক গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা চোরাইকৃত মিটার মালিকদের মিটার ফেরত দেওয়ার কথা বলে যে বিকাশ নম্বরে থেকে টাকার দাবী করে কথা বলেছিল পুলিশ সেই বিকাশের সীম নাম্বারসহ মোবাইল সেটটিও উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-১৫।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বৈদ্যুতিক মিটার চোর চক্রের দুই অপরাধী গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনায় সহায়তাকারী পুলিশ অফিসার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মামুনুর রশিদ,সঙ্গীয় অফিসার ও ফোর্স ঘটনার সাথে জড়িত অন্যান্য অাসামি দের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছেন।।